বিক্ষোভের মুখে হাইতির প্রধানমন্ত্রীর পদত্যাগ

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সহিংস বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন হাইতির প্রধানমন্ত্রী জ্যাক গাই লাফনট্যান্ট। শনিবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে দেওয়া ভাষণে তিনি জানান, রাষ্ট্রপতি জোভেনেল মইসি পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

_102532026_005a910f-f5e8-4b9b-97df-ba457d8e64df

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের সময় লাফনট্যান্টের বিরুদ্ধে কংগ্রেসে অনাস্থা প্রস্তাব আনার দাবি উঠেছিল। এই বিক্ষোভের সময় অন্তত ৪জন নিহত হয়েছেন। বেশকিছু দোকান ও ভবন ভাঙচুর ও লুট করা হয়। জ্বালানিতে সরকারি ভর্তুকি প্রত্যাহারের পরই এই বিক্ষোভ শুরু হয়।

ভর্তুকি প্রত্যাহারে পেট্রোলের দাম বাড়ে ৩৮ শতাংশ, ডিজেল ৪৭ শতাংশ ও কেরোসিন ৫১ শতাংশ। রাজধানী পোর্ট-অউ-প্রিন্স অচল হয়ে পড়ে। বিক্ষোভের মুখে সরকার এই সংস্কার বাতিল করে।

২০১৮ সালের ফেব্রুয়ারি হাইতির সরকার আইএমএফের সঙ্গে একটি সংস্কার চুক্তি স্বাক্ষর করে। প্রবৃদ্ধির জন্য আইএমএফ জ্বালানিতে ভর্তুকি প্রত্যাহারে যুক্তি দেয়। সংস্থাটির দাবি, এতে সরকারের তহবিলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সৃষ্টির জন্য নগদ অর্থ আসবে। বিক্ষোভকারীদের দাবি, সরকার জনগণের অর্থনৈতিক দুর্দশা বুজতে অপরাগ।