কানাডায় বন্দুকধারীর হামলায় নিহত ১ জন, শিশুসহ আহত ১৩

কানাডার টরোন্টোতে বন্দুকধারীর হামলায় এক শিশুসহ অন্তত ১০ জনের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গিয়েছিল। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী আহত হয়েছেন, ১৩ জন। নিহত হয়েছেন একজন নারী। আহত শিশুটির অবস্থা আশঙ্কাজনক। রবিবার রাতে ঘটা ওই সহিংসতার ঘটনায় বন্দুকধারী প্রাণ হারিয়েছে। কানাডার স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, টরোন্টোর গ্রিক টাউউন এলাকায় একটি রেস্টুরেন্টে স্থানীয় সময় রাত ১০টার দিকে  গোলাগুলির ওই ঘটনা ঘটে। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। পুলিশও হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি।180722224447-canada-shooting-exlarge-169

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্তত ২০টি গুলির ছোঁড়া হয়েছে। বন্দুকধারী গুলি চালাচ্ছিল আর বন্দুকে গুলি ভরছিল পরবর্তী গুলি ছোঁড়ার জন্য।  প্রত্যক্ষদর্শীদের একজন কিম মেলিস কানাডাভিত্তিক সংবাদমাধ্যম গ্লোব অ্যান্ড মেইলকে জানিয়েছেন, কালো টুপি পরা একজন শ্বেতাঙ্গ ব্যক্তিকে তিনি রেস্টুরেন্টের ভেতরে গুলি চালাতে দেখেছেন। সে সময় তিনি গাড়ি চড়ে ঘটনাস্থল পার হচ্ছিলেন। তার চোখের সামনে দিয়েই হামলাকারী রেস্টুরেন্টের দিকে যায় এবং কাঁচ ভেদ করে গুলি চালানো শুরু করে।

আরেকজন প্রত্যক্ষদর্শী জন অ্যারাল্ডাসন জানিয়েছেন, ‘ওই সময় এলাকাটি জমজমাট ছিল। সবগুলো রেস্টুরেন্টই ছিল পূর্ণ।’ রাস্তাটির পাশে একটি ফোয়ারা থাকায় সেখানে মানুষ হাঁটাহাঁটি করছিল। গুলির শব্দে তারা সবাই ছুটে পালান।

ঘটনার পরপরই পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টরোন্টোর মেয়র জন টোরি এবং পুলিশ প্রধান মার্ক সন্ডার্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খুব শীঘ্রই এ বিষয়ে সাংবাদ সম্মেলন করার কথা জানানো হয়েছে সিএনএনকে।