বিয়ারের বিনিময়ে ট্রাম্পকে পাহাড় থেকে ফেলার প্রস্তাব পেলেন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক ব্যক্তির অদ্ভূত এক প্রশ্নের সম্মুখীন হয়েছেন। বুধবার তাকে এক ব্যক্তি প্রশ্ন করেন, এক ক্যান বিয়ারের বিনিময়ে তিনি কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিয়ে ফেলতে পারবেন? মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এখবর জানিয়েছে।

BBS3w1M

ব্রিটিশ কলম্বিয়াতে টাউন হলের একটি অনুষ্ঠানে এক ব্যক্তি ট্রুডোকে এই প্রশ্ন করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে ওই ব্যক্তি বলেন, তাকে পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন? আমরা ঠিক আছি, সত্যিকার অর্থেই। আমি আপনাকে একটি বিয়ার কিনে দেব।

ওই ব্যক্তির প্রশ্নের জবাব দেওয়ার আগেই উপস্থিতদের অদ্ভুত হাসি ছড়িয়ে পড়ে। ট্রুডো ওই ব্যক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে জানান, রাজনীতিতে নেতাদের অনেক ধরনের মত থাকে। তিনি বলেন, আমাদের ঘনিষ্ঠ মিত্রের বিরুদ্ধে কোনও ধরনের সহিংস হুমকি প্রত্যাশা করি না। কানাডা ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের গভীরতা প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের চাইতে অনেক বেশি।

কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত একটি চুক্তির কথা তুলে ধরে কানাডার প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি বিশ্বের সঙ্গে কাজের ক্ষেত্রে কানাডীয়দের মনে রাখা উচিত, পরিস্থিতি রাষ্ট্রীয়, নিয়মিত ও চিন্তাশীল পর্যায়ে রাখা এবং অপমান বা কৌতুক করার পর্যায়ে নামিয়ে আনা যাবে না।

অবশ্য ট্রুডো ওই ব্যক্তির প্রশ্নের প্রশংসা করেছেন।

এর আগে ট্রাম্পের বিষয়ে আরেক প্রশ্নের জবাবে ট্রুডো জানান, ট্রাম্প যা বলেন অনেক কিছুই গুরুত্ববহন করে না।