কানাডায় সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে যাজককে ছুরিকাঘাত

কানাডার একটি গির্জায় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে একজন ক্যাথলিক যাজককে ছুরিকাঘাত করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায় মন্ট্রিলে একটি ধর্মীয় অনুষ্ঠানে এই হামলা হয়। কানাডার কর্মকর্তা ও ভিডিও ফুটেজের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ।

priest-ht-er-190322_hpMain_16x9_1600

মন্ট্রিল পুলিশের নারী মুখপাত্র ক্যারোলাইন শেব্রেফিল জানান, কর্তৃপক্ষ হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করছে না। ঐতিহাসিক সেন্ট জোসেফের ওরাটরি যাজক ক্লড গ্রুর (৭৭) শরীরের উপরের অংশ ছুরিকাঘাত করা হয়েছে। যাজককে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা সংকটমুক্ত।

ফিলিপ ব্যারেট নামের প্রত্যক্ষদর্শী জানান, সেখানে এক তরুণ ব্যক্তি ছিল। সে মঞ্চে উঠে পড়ে এবং দ্রুত যাজকের কাছে চলে যায়। কেউ নিশ্চিত ছিলেন না কী ঘটছে। আমি দেখলাম যাজক কিছুটা সরে গেলে ওই ব্যক্তির কাছ থেকে।

খবরে বলা হয়েছে, হামলাকারীর বয়স ২৬ বছর। হামলার পরপরই তাকে গির্জার লোকেরা আটক করে। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার রাতেই যাজককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।