লিফটে আটকে পড়া পোপকে উদ্ধার করলো দমকলকর্মীরা

ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে সাপ্তাহিক প্রার্থনায় উপস্থিত হতে দেরি হওয়ার জন্য ক্ষমা চেয়েছেন পোপ ফ্রান্সিস। তিনি জানিয়েছেন, ভ্যাটিকানের লিফটে আটকা পড়েছিলেন। ২৫ মিনিট পরে তাকে উদ্ধার করে দমকল বাহিনীর কর্মীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

p07m5r2z

পোপ জানান, বিদ্যুৎ না থাকার কারণে লিফটে তিনি ২৫ মিনিটের মতো আটকে ছিলেন।  ভাষণের শুরুতে হাসিমুখে পোপ বলেন, দেরি হওয়ার জন্য আমাকে ক্ষমা চাইতে হচ্ছে।  এরপর তিনি দমকলকর্মীদের জন্য হাততালি দেওয়ার আহ্বান জানান।

ভাষণে পোপ আরও জানান, ভোল্টেজ কমে যাওয়ার কারণে লিফট আটকে গিয়েছিল। সৌভাগ্য যে দমকলকর্মীরা হাজির হয়। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। ২৫ মিনিট ধরে তাদের চেষ্টার পর লিফট পুনরায় সচল হয়।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, ইতালিতে পোপের প্রার্থনা সরাসরি সম্প্রচার করা টেলিভিশন চ্যানেলগুলোতে অপ্রত্যাশিত বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ধারণা করা হয় স্বাস্থ্যজনিত কারণেই বিলম্ব হচ্ছে।