অ্যামি কোনেকে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ দিচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের নতুন বিচারক হিসেবে অ্যামি কোনে ব্যারেটকে মনোনীত করতে যাচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শনিবার এই নিয়োগের বিষয়টি হোয়াইট হাউস ঘোষণা দিতে পারে। শুক্রবার প্রয়াত সাবেক বিচারক রুথ বাডের গিন্সবার্গের স্থলাভিষিক্ত হবেন অ্যামি।

_114504998_9d4fb16a-48f5-4a0c-a4b9-c09efcc63bd0

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস একাধিক সূত্রের বরাতে নিশ্চিত করেছে ব্যারেটকেই বিচারক হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন ট্রাম্প।

খবরে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে অ্যামির নিয়োগ চূড়ান্ত হতে সিনেটে তুমুল বিতর্ক হতে পারে। কারণ ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

তবে শুক্রবার সন্ধ্যায় এই নিয়োগের বিষয়ে জানাতে অস্বীকৃতি জানান ট্রাম্প। তিনি বলেন, আপনারা কাল (শনিবার) জানতে পারবেন। তারা সবাই ভালো। এদের যে কেউ বিচারক হবেন।

বিচারক ব্যারেট নিয়োগ পেলে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে ৬-৩ ভোটে রক্ষণশীল পন্থীরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে।

৪৮ বছরের ব্যারেটের নিয়োগ নিশ্চিত হলে তিনি হবেন প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক নিয়োগ পাওয়া তৃতীয় বিচারক। এর আগে ২০১৭ সালে নেইল গরসাচ ও ২০১৮ সালে ব্রেট কাভানফকে বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে ৯জন বিচারক আমৃত্যু নিয়োগ পান। তাদের রুলিং দেশটির সরকারি নীতি নির্ধারণে বড় ধরনের ভূমিকা রাখে।