করোনায় আক্রান্ত ডোনাল্ড জুনিয়র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার এক মুখপাত্র জানিয়েছে, পরীক্ষার ফল জানার পর থেকেই একটি শিকার কেবিনে কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

_114093993_61d73cb5-3589-4edd-b56d-e762faf520c4

ট্রাম্পের বড় ছেলের মুখপাত্র জানান, সপ্তাহের শুরুতে ৪২ বছর বয়সীর পরীক্ষা করা হয়। তার কোনও উপসর্গ নেই। করোনার স্বাস্থ্যবিধি তিনি মেনে চলছেন।

ট্রাম্পের দ্বিতীয় ছেলে হিসেবে করোনায় আক্রান্ত হলেন ডোনাল্ড জুনিয়র। এর আগে ১৪ বছরের ব্যারন ট্রাম্প আক্রান্ত হয়েছিলেন।

ডোনাল্ড জুনিয়র ট্রাম্পের নির্বাচনি প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ধারণা করা হচ্ছে, হোয়াইট হাউজের লড়াইয়ে নামার আগ্রহ তার রয়েছে।

জুলাই মাসে তার বান্ধবী কিম্বারলি গুইলফয়েল করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন। ওই সময় ডোনাল্ড জুনিয়র সংক্রমিত হননি।

এদিকে, শুক্রবার ট্রাম্পের বিশেষ দূত অ্যান্ড্রিউ গুইলাইনিও করোনায় আক্রান্ত বলে পরীক্ষায় উঠে এসেছে।