যুক্তরাষ্ট্রে কয়েকজনকে জিম্মি করে আত্মঘাতী ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক

যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশের অস্টিন শহরে চিলড্রেন্স মেডিক্যাল গ্রুপের কার্যালয়ে বন্দুক হাতে প্রবেশ করে বেশ কয়েকজনকে জিম্মি করার পর আত্মঘাতী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত শিশুরোগ বিশেষজ্ঞ ভারত নারুমানচি। জিম্মি করার পর তিনি এক নারী চিকিৎসককে গুলি করেন। পরে তিনি নিজেই আত্মঘাতী হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে,  কিছু দিন আগে নারুমানচির ক্যানসার ধরা পড়ে। মঙ্গলবার চিলড্রেন্স মেডিক্যাল গ্রুপের কার্যালয়ে অফিসের সবাইকে জিম্মি করার কিছুক্ষণ বাদে কয়েকজনকে ছেড়ে দেন। পরে ক্যাথরিন ডবসন নামে এক নারী বাদে বাকিদেরও ছেড়ে দেন। ক্যাথরিন ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ।

পুলিশ ঘটনাস্থলে এসে অফিসের বাইরে থেকে বারবার নারুমানচির সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করেন। কোনও সাড়া না পেয়ে তারা অফিসে ঢোকেন। সেখানে দেখা যায়, ক্যাথরিন ও নারুমানচি গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন।

তদন্তে জানা গেছে, এক সপ্তাহ আগে একবার ওই অফিসে এসেছিলেন নারুমানচি। তিনি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য আবেদন জানিয়েছিলেন। ক্যাথরিন ডবসনকে তিনি আগে চিনতেন কিনা জানা যায়নি।

পুলিশের ধারণা, নারুমানচি ক্যাথরিনকে গুলি করে আত্মঘাতী হয়েছেন।