কোভ্যাক্স উদ্যোগে ৪০০ কোটি ডলার সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র

বিশ্বের সব মানুষের জন্য করোনাভাইরাস ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগ কোভ্যাক্স-এ ৪০০ কোটি ডলার সহযোগিতার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার জি-৭ সদস্যভুক্ত দেশগুলোর অন্যান্য নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি এই অঙ্গীকারের কথা জানান। হোয়াইট হাউজ কর্মকর্তাদের বরাতে এখবর জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।

বৃহস্পতিবার হোয়াইট হাউজের এক সিনিয়র কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে চলতি মাসের শেষ নাগাদ ২০০ কোটি ডলার ছাড় করা হবে এবং বাকি অর্থ আগামী দুই বছরে দেওয়া হবে।

কোভ্যাক্স  উদ্যোগের মাধ্যমে সব দেশের অত্যন্ত ঝুঁকিপূর্ণ ২০ শতাংশ লোকের জন্য করোনাভাইরাস ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণ করার উদ্যেগ নেওয়া হয়েছে। কয়েকটি ধনী দেশের সহায়তায় দরিদ্র দেশগুলোতে এই ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে।

হোয়াইট হাউজ কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের উদ্যেগে প্রথম অবদান রাখতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা মনে করি বিশ্বব্যাপী মহামারি প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জো বাইডেন বলেছেন, জুলাই মাসের মধ্যে সব মার্কিন নাগরিকদের জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করা হবে। তিনি বলেন,  যখন দায়িত্ব নিয়েছিলাম তখন সরকারের হাতে মাত্র পাঁচ কোটি ডোজ ভ্যাকসিন ছিল। তবে আগামী জুলাইয়ের শেষ নাগাদ আমরা এটিকে ৬০ কোটিতে উন্নীত করবো। প্রত্যেক আমেরিকানকে ভ্যাকসিন দেওয়ার জন্য এটি যথেষ্ট।