জেল থেকে মাদক সাম্রাজ্য পরিচালনায় সহায়তা করেছিলেন এল চপোর স্ত্রী!

মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট ‘এল চাপো’র স্ত্রী এমা করোনেল আইসপুরোকে আদালতে হাজির করা হয়েছে। সোমবার ওয়াশিংটনের বাইরে ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতারের একদিনের মাথায় মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়। সেখানে তার বিরুদ্ধে এল চাপোকে জেল থেকে মাদক সাম্রাজ্য পরিচালনায় সহায়তার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

৩১ বছরের মেক্সিকান-আমেরিকান এমা করোনেল আইসপুরো ২০০৭ সালে সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখান। পরে তিনি মাদক সম্রাট এল চাপোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৫ সালের জুলাইয়ে এক মাইল দীর্ঘ সুড়ঙ্গ খুঁড়ে কারাগারের গোসলখানা হয়ে পালান এল চাপো। ওই ঘটনায় তাকে সহায়তার অভিযোগ রয়েছে আইসপুরোর বিরুদ্ধে।

মঙ্গলবার ভিডিও লিংকের মাধ্যমে ওয়াশিংটন ডিসি জেলা আদালতের শুনানিতে অংশ নেন আইসপুরো। এ সময় বিচারকাজ চলাকালে তাকে আটক রাখার নির্দেশ দেন আদালত।

প্রসিকিউটরদের যুক্তি ছিল, আইসপুরোর বিপুল অর্থ থাকায় তার পালিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এছাড়া স্বামী মাদক সম্রাট এল চ্যাপোর বিশাল মাদক পাচারকারী চক্রের সঙ্গে তার যোগসাজশ রয়েছে।

এল চাপো-র প্রকৃত নাম জোয়াকুইন গুজম্যান। ১৯৮৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত হাজার হাজার সদস্য নিয়ে গঠিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও সংগঠিত মাদক পাচার চক্র সিনালোয়া কার্টেলের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ, ওই সময়ে চক্রটি যুক্তরাষ্ট্রে অন্তত এক লাখ ৫৪ হাজার ৬২৬ কেজি কোকেইন পাচার করেছিল। একই সময়ে সিনালোয়া কার্টেলের মাধ্যমে দেশটিতে ১৪ বিলিয়ন ডলারের হেরোইন, মেথামফেটামিন ও গাঁজা পাচার করেছিল চক্রটি। ওই সময়ে যুক্তরাষ্ট্রে মোট মাদকের প্রায় ৮০ শতাংশই সরবরাহ করতো তার সিনালোয়া কার্টেল। সূত্র: দ্য গার্ডিয়ান।