এয়ারফিল্ডে বিমানের ধাক্কায় নারীর মৃত্যু

কানাডার কুইবেকে ছোট একটি এয়ারফিল্ডে ঘাস কাটার সময় অবতরণ করা বিমানের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানায়, সোমবার সেইন্ট-এসপ্রিট এয়ারফিল্ডে রানওয়ের পাশে ট্রাক্টর দিয়ে ঘাস কাটছিলেন। এসময় রানওয়েতে অবতরণ করা বিমানটি তাকে ধাক্কা দেয়। এতে আহত হলে হাসপাতালে নেওয়ার তার মৃত্যু হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।

কুইবেক মিউনিসিপাল পুলিশের মুখপাত্র মার্ক টেসিয়ার জানান, বিমানবন্দরের রক্ষণাবেক্ষণে নিয়োজিত কোম্পানির হয়ে কাজ করতেন ২৭ বছর বয়সী ওই নারী। বিমানটির পাইলট আহত হননি। কিন্তু ঘটনাটিতে তিনি ভেঙে পড়েছেন এবং পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

টেসিয়ার জানান, এয়ারফিল্ডটি বেসরকারি উড়োজাহাজের জন্য ব্যবহার করা হয়। এছাড়া একটি স্কাইডাইভিং কোম্পানিও এটি কাজে লাগায়। পাইলট নিজেই নিজের বিমান চালাচ্ছিলেন।

কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ঘটনাটি তদন্ত করছে এবং একটি টিম প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিয়েছে। টিমের সদস্যরা বিমান ও ট্রাক্টর পরীক্ষা এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।