ভেনেজুয়েলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২৬

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে পুলিশের সঙ্গে একটি অপরাধী গোষ্ঠীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত কয়েকদিন ধরে চলা এ সংঘর্ষে চার পুলিশ কর্মকর্তাসহ অন্তত ২৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ৩৮ জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কারমেন মেলেনদেজ হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

সংঘাতের তীব্রতায় এরইমধ্যে শহরের উত্তরপশ্চিম এলাকার বহু বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়েছে। পলায়নপর লোকজনের চাপে অনেক জায়গা তীব্র যানজট পরিলক্ষিত হয়েছে।

শহরের কোতা ৯০৫ এলাকার বাইরে একটি অপরাধী গোষ্ঠী নিজেদের নিয়ন্ত্রণ বিস্তৃত করার চেষ্টা করলে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে তাদের ব্যাপক সংঘাত তৈরি হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ২৮ জন বেসামরিক নাগরিকও রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী কারমেন মেলেনদেজ। দুই পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে তারা আহত হয়েছে বলে জানা গেছে।