তালেবান সরকারকে স্বীকৃতি দেবে না কানাডা

আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার তিনি সাংবাদিকদের একথা বলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

জাস্টিন ট্রুডো বলেন, তালেবানরা শক্তির মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছে।

তিনি আরও বলেন, কানাডার আইনে তালেবান এখনও স্বীকৃতি সন্ত্রাসী সংগন।

২০ বছর আগে তালেবান যখন প্রথম ক্ষমতায় আসে তখনও তাদের সরকারকে স্বীকৃতি দেয়নি কানাডা।

ট্রুডো জানান, এখন মূল মনযোগ হলো দেশটি থেকে মানুষদের সরিয়ে আনা।

এদিকে, পাকিস্তানও জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে পাকিস্তান এককভাবে কোনও সিদ্ধান্ত নেবে না। দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে আলোচনার পরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।