টিকাগ্রহীতাদের জন্য কানাডা সীমান্ত খুলে দেবে যুক্তরাষ্ট্র

করোনাভাইরাসের পূর্ণ ডোজ টিকা নেওয়া ব্যক্তিদের জন্য আগামী মাস থেকে কানাডা সীমান্ত খুলে দেবে যুক্তরাষ্ট্র। অর্থাৎ, আগামী নভেম্বর মাস থেকে পূর্ণ ডোজ টিকা নেওয়া কানাডিয়ানরা স্থলসীমান্ত ও ফেরি বর্ডার ক্রসিং দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবেন।

মঙ্গলবার রাতে কানাডা ও মেক্সিকোর সঙ্গে স্থল সীমান্ত পুনরায় চালুর পরিকল্পনা ঘোষণা করেন মার্কিন কর্মকর্তারা। কোভিড মহামারির কারণে ২০২০ সালের মার্চের গোড়ার দিক থেকে এসব সীমান্ত বন্ধ ছিল। তবে অতি প্রয়োজনীয় ক্ষেত্রে সীমান্ত পারাপারের সুযোগ ছিল।

কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন, টিকাগ্রহীতাদের জন্য সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও এর তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি।

ভ্রমণকারীদের টিকা নেওয়ার বিষয়টি প্রমাণের জন্য কী ধরনের  নথি নেওয়া হবে সে বিষয়টিসহ আরও বেশ কয়েকটি বিষয়ে এখনও কাজ করছেন কর্মকর্তারা। সূত্র: সিবিসি নিউজ।