কলম্বিয়ায় ভূমিধসে মৃত ১১

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ভূমিধসে ১১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির ইকুয়েডর সীমান্তবর্তী নারিনো রাজ্যে ব্যাপক বৃষ্টিপাত হয়। ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে দুইটি ভবন ভেঙে পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

টুইটারে দেওয়া পোস্টে কলম্বিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা (ইউএনজিআরডি)-এর পক্ষ থেকে এই ভূমিধস ও হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, এ ঘটনায় এখনও আরও ১৫ থেকে ২০ নিখোঁজ রয়েছে।

ইউএনজিআরডি-র টুইটে বলা হয়েছে, সংস্থাটির পরিচালক এডুয়ার্ডো হোসে গঞ্জালেজ ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শনে যাবেন।

রয়টার্স জানিয়েছে, বৃষ্টির কারণে আরও ভূমিধসের আশঙ্কায় মঙ্গলবার এক পর্যায়ে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। বুধবার সকালে এটি ফের শুরু হওয়ার কথা রয়েছে।