আদিবাসী শিশুদের ৪০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের প্রস্তাব কানাডার

লালন-পালনে বৈষম্যের শিকার আদিবাসী শিশু ও পরিবারগুলোকে ৪ হাজার কোটি (৪০ বিলিয়ন) ডলার ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছে কানাডা। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

২০১৬ সালের একটি রায় সেপ্টেম্বরে পুনর্বহাল রাখে কানাডার এক শীর্ষ আদালত। ওই রায়ে বলা হয়েছিল, আদিবাসী নয় এমন শিশুদের তুলনায় ফার্স্ট ন্যাশন্স সেবা কম তহবিল পাচ্ছে। ২০০৬ সালের পর থেকে সংরক্ষিত কল্যাণ ব্যবস্থায় থাকা প্রত্যেক শিশুকে ৩১ হাজার ৩৫০ ডলার করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ওই সময় সরকার জানিয়েছিল, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।

কিন্তু কয়েকটি সাবেক আবাসিক স্কুলে ১ হাজার ১০০টি অচিহ্নিত কবর পাওয়ার পর বিষয়টি জনগণের মনোযোগ আকর্ষণ করে।

মঙ্গলবার কানাডা সরকারের প্রতিশ্রুতি ক্ষতিপূরণ চূড়ান্তভাবে জানা যাবে।

ফার্স্ট ন্যাশন্স অ্যাসেম্বলির জাতীয় প্রধান রোজএনি আর্চিবাল্ড বলেন, টাকার অর্থ ন্যায়বিচার নয়। তবে এটি ইঙ্গিত দেয় আমরা সেরে ওঠার পথে রয়েছি। ক্ষতিপূরণের অর্থের বড় অঙ্ক প্রমাণ করে আমাদের কত শিশুকে তাদের পরিবার ও সমাজ থেকে আলাদা করা হয়েছে।

১৮৭৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দেশটির প্রায় দেড় লাখ শিক্ষার্থীকে স্কুলে রাখা হয়েছিল।