হাসপাতাল থেকে ছাড়া পেলেন বলসোনারো

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। পেটে ব্যথা নিয়ে সোমবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সে সময় তার অন্ত্রে জটিলতার কথা জানিয়েছিলেন চিকিৎসরা। এর দুই দিনের মাথায় বুধবার তাকে রিলিজ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

২০১৮ সালে ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন বলসোনারো। ওই বছরের ৬ সেপ্টেম্বর নির্বাচনি সমাবেশকালে এক দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে। ওই ঘটনার জেরেই তার অন্ত্রে জটিলতা দেখা দেয় বলে মনে করা হয়।

বুধবার টুইটারে দেওয়া এক পোস্টে নিজের রিলিজের কথা জানান ব্রাজিলের প্রেসিডেন্ট। পোস্টে হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে তোলা একটি ছবিও শেয়ার করেন তিনি।

তার চিকিৎসক আন্তোনিও ম্যাসেডো সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট সুস্থ হয়ে উঠেছেন। তিনি কাজে যোগদানের জন্য প্রস্তুত।

আন্তোনিও ম্যাসেডো আরও জানান, বলসোনারো সপ্তাহান্তে একটি বিশেষ ডায়েটে থাকবেন এবং তিনি তীব্র ব্যায়াম করতে পারবেন না।

২০১৯ সালে ব্রাজিলের ক্ষমতায় আসেন জেইর বলসোনারো। আগামী অক্টোবরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনেও তার প্রতিদ্বন্দ্বিতার কথা রয়েছে।