টিকা না নেওয়ায় সন্তানের দেখা পাচ্ছেন না কানাডীয় বাবা

করোনাভাইরাসের টিকা না নেওয়ার কারণে কানাডার এক বাবা সাময়িকভাবে তার ছেলের সঙ্গে দেখা করার অধিকার হারিয়েছেন। এক বিচারক রায়ে বলেছেন, সন্তানের ভালোর জন্যই ছেলের সঙ্গে বাবার দেখা করা উচিত হবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

গত মাসে কুইবেক প্রদেশের বিচারক এই রায় দেন। রায়ে টিকা না নিলে ফেব্রুয়ারি পর্যন্ত ১২ বছরের ছেলের সঙ্গে দেখা করতে পারবেন না ওই বাবা।

ছুটির দিনে ছেলের সঙ্গে দেখা করার সময় বাড়ানোর জন্য বাবার আবেদনের পর বিচারক এই রায় দিয়েছেন। বাবার অনুরোধের বিরোধিতা করা ছেলেটির মা আদালতে জানান, সম্প্রতি তিনি জানতে পেরেছেন সন্তানের বাবা টিকা নেননি।

ছেলেটির মা তার জীবনসঙ্গীর সঙ্গে থাকছেন। সেখানে আরও দুটি সন্তান রয়েছে, যারা টিকা নেওয়ার উপযুক্ত নয়।

রায়ে বিচারক বলেছেন, কুইবেকে করোনার সংক্রমণ বাড়ার ফলে বাবার সংস্পর্শে থাকা ছেলেটির জন্য মঙ্গলজনক নয়।

কুইবেকের ৯০ শতাংশ বাসিন্দা টিকা নিয়েছেন।