হাইতির প্রেসিডেন্ট হত্যাকাণ্ড: সাবেক সিনেটর আটক

হাইতির প্রেসিডেন্ট জোভেনাল মোইসি হত্যকাণ্ডের অন্যতম সন্দেহভাজন দেশটির এক সাবেক সিনেটরকে আটক করেছে পুলিশ। গত জুলাইয়ে প্রেসিডেন্ট খুনে সন্দেহভাজন সিনেটর জুয়েল জোসেফকে গুরুত্বপূর্ণ বলছে জামাইকান পুলিশ। রবিবার এক প্রতিদেনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হাইতি কর্তৃপক্ষ ডেনিস ব্রুকস বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শুক্রবার আটক হওয়া সাবেক সিনেটর হাইতির একজন সুপরিচিত রাজনীতিবিদ। তাকে জামাইকে থেকে আটক করা হয়েছে।

আলোচিত হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে দীর্ঘদিন ধরে তদন্ত চলছে। এতে হাইতি সরকারকে সহযোগিতা করছে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। মার্কিন সংস্থার অনুরোধেই হাইতির সাবেক সিনেটর জুয়েল জোসেফকে আটক করেছে পুলিশ। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত তথ্য জানাতে চাচ্ছে না হাইতির সরকার।

গত বছরের জুলাইয়ে নিজ বাসায় একদল ঘাতকের গুলিতে খুন হন প্রেসিডেন্ট জোভেনাল মোইসি। আহত হন তার স্ত্রীও। এ ঘটনার পর জড়িতদের গ্রেফতার অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। জড়িত সন্দেহে বেশ কয়েকজন আটকও হয়েছে।