পুয়ের্তো রিকোর কাছে নৌকাডুবি, ১১ জনের মৃত্যু

ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোর কাছে একটি নৌকাডুবিতে কমপক্ষে ১১ জন মারা গেছেন। এ ঘটনায় উদ্ধার হয়েছেন ৩১ জন। বৃহস্পতিবার নৌকাটি ডুবে যায়।

মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, বেঁচে যাওয়াদের অধিকাংশই হাইতি অথবা ডোমিনিকান প্রজাতন্ত্র থেকে এসেছেন। কোস্টগার্ডের মুখপাত্র রিকার্ডো কোস্ত্রোদাদ বলেন, শুক্রবার রাত থেকে উদ্ধার অভিযান শুরু হয়। ৩১ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

হাইতি ও অন্যান্য অভিবাসীরা বিপজ্জনক পানি পথে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টাকালে এ মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধারকৃতদের মধ্যে ১১ নারী এবং ২২ জন পুরুষ। তাদের উদ্ধার করে নিরাপদে আশ্রয়ে নেওয়া হয়েছে। অসুস্থ আটজনকে হাসপাতাল পাঠানো হয়।

যুক্তরাষ্ট্রের কাস্টসম ও বর্ডার প্রোটেকশনের তথ্য অনুসারে, ২০২১ থেকে ২০২২ এর মার্চ পর্যন্ত ৩১০ হাইতিয়ান এবং ৩৫৪ ডোমিনিকানকে আটক করা হয়েছে।

সূত্র: আল জাজিরা।