পুতিনের ‘বান্ধবী’ কাবায়েভার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বান্ধবী হিসেবে পরিচিত অলিম্পিকে স্বর্ণপদক জয়ী জিমন্যাস্টিকস আলিনা মারাতোভনা কাবায়েভার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে আক্রমণের কারণে ক্রেমলিনকে শায়েস্তা করার অংশ হিসেবে বাইডেন প্রশাসন রুশ অভিজাতদের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নিচ্ছে কাবায়েভার ওপর নিষেধাজ্ঞা জারি সেটির অংশ। বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় বলেছে, রুশ সরকারের একজন নেতা, কর্মকর্তা বা বোর্ড অব ডিরেক্টরের সদস্য হওয়ার জন্য কাবায়েভার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, পুতিনের সঙ্গে ৩৯ বছর বয়সী এই নারীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি রুশ পার্লামেন্ট ডুমার সাবেক একজন সদস্য। বর্তমানে ক্রেমলিনপন্থী টেলিভিশন, রেডিও এবং দৈনিক পত্রিকার সাম্রাজ্য ন্যাশনাল মিডিয়া গ্রুপের প্রধান।

ওয়াল স্ট্রিট জার্নাল এপ্রিল মাসে এক প্রতিবেদনে জানিয়েছিল, কাবায়েভার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে মার্কিন প্রশাসন। তবে পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এমন পদক্ষেপে উত্তেজনা বাড়তে পারে বলে উদ্বেগ ছিল।

এর আগে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য কাবায়েভার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

কাবায়েভা ছাড়াও নতুন নিষেধাজ্ঞার আওতায় বেশ কয়েকজন রুশ ধনকুবের, একটি বড় স্টিল কোম্পানিসহ বেশ কয়েকটি সহায়ক সংস্থা রয়েছে।