ব্রাজিলের দক্ষিণে প্রাণঘাতী ঘূর্ণিঝড়ের আঘাত

গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত ব্রাজিলের দক্ষিণাঞ্চল। ঘূর্ণিঝড়ে রিও গ্রান্ডে ডো সুল রাজ্যে ইতোমধ্যে মৃত্যু হয়েছে ১১ জনের। নিখোঁজ আছেন আরও ২০ জন। শুক্রবার অঞ্চলটিতে আঘাত হানে ঘূর্ণিঝড়টি।  

রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের কারণে অঞ্চলে প্রবল বৃষ্টি হয়েছে। এতে তলিয়ে গেছে অনেক এলাকা। বন্যাকবলিত এলাকায় নিখোঁজদের খুঁজে বের করতে হেলিকপ্টারে অনুসন্ধান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়ে ৮ হাজার জনসংখ্যার কারা শহর।  

রিও গ্র্যান্ডে ডো সুলের গভর্নর এডুয়ার্ডো লেইট এলাকাটি পরিদর্শন করে বলেন, ‘কারার পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। একটি সংগঠিত উপায়ে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকার মানচিত্র তৈরি করতে হবে। তারপর দ্রুত তাদের সহায়তা পৌঁছাতে হবে।’

কর্তৃপক্ষ বলছে, পূর্ব উপকূলের ম্যাকুইন পৌরসভায় শুক্রবার রাত পর্যন্ত প্রায় এক ফুট বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার অনেক বাসিন্দা শহরে একটি সরকারি ভবনে আশ্রয় নিয়েছে। বেশ কয়েকটি এলাকায় ভূমিধসের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

গভর্নর এডুয়ার্ডো লেইট বলেন, ‘এ মুহুর্তে আমাদের প্রধান লক্ষ্য হলো মানুষের জীবন রক্ষা করা। তাদের বাঁচানো। আমরা আটকে পড়া লোকদের উদ্ধার করছি। নিখোঁজদের খুঁজে বের করছি। পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দিচ্ছি।’

সূত্র: রয়টার্স