মেক্সিকোতে ৬ জনের হাত-পা বাঁধা গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মন্টেরেতে দুই নারীসহ ছয়জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। শিল্পাঞ্চলটি মাদক কারবারিদের আবাসস্থল বলে মঙ্গলবার (৫ জুলাই) জানিয়েছে স্থানীয় প্রশাসন।

মেক্সিকোর রাষ্ট্রীয় প্রসিকিউটরের তথ্য অনুযায়ী, নিহতদের মৃতদেহ আবাসিক এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় ছিল। ঘটনাটি মধ্যরাতে কোনও এক সময় ঘটে। কয়েকজন স্থানীয় বাসিন্দা গুলির শব্দও শুনতে পেয়েছেন।

তাদের হত্যার পেছনে কারা জড়িত এখনও কিনারা করতে পারেনি পুলিশ।

প্রতিদিনই মেক্সিকোর কোথাও না কোথাও হত্যার ঘটনা ঘটছে। এ বছর রেকর্ড খুন হয়েছে।২০০৬ সাল থেকে দেশটির সরকারের মাদকবিরোধী অভিযান শুরুর পর এ ধরনের ঘটনা কয়েকগুণ বেড়েছে।

মাফিয়াদের নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধেও চড়াও হতে দেখা যায় দুর্বৃত্তদের। প্রায়শই সাংবাদিক হত্যার বিষয়টি শিরোনাম হয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে।

সূত্র: এএফপি