মার্কিনিদের বেলারুশ ছাড়তে বললো যুক্তরাষ্ট্র

বেলারুশে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (২১ আগস্ট) এক বিবৃতিতে দেশটি ভ্রমণে জারি করা সতর্কবার্তায় এই আহ্বান জানানো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল এ খবর জানিয়েছে।

সীমান্তবর্তী দেশ লিথুয়ানিয়া, লাটভিয়া এবং পোল্যান্ড বেলারুশ ভূখণ্ডে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার যোদ্ধাদের উপস্থিতিতে সীমান্তে নিরাপত্তা জোরদার করার পর যুক্তরাষ্ট্র ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তায় বেলারুশে অবস্থানরত মার্কিনিদের অবিলম্বে দেশটি ত্যাগ করতে বলা হয়েছে। দেশটিকে সর্বোচ্চ সতর্কতা লেভেল-৪ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, বেলারুশে রাশিয়ার সামরিক বাহিনীর অবস্থান, স্থানীয় আইনের যথেচ্ছ প্রয়োগ, সম্ভাব্য গণবিক্ষোভ, আটকের ঝুঁকি ও নাগরিকদের সহযোগিতায় দূতাবাসের সীমিত সুযোগের কারণে দেশটি ভ্রমণ করা যাবে না।

বেলারুশের দীর্ঘদিনের নেতা আলেক্সান্ডার লুকাশেঙ্কো ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন গুরুত্বপূর্ণ সহযোগিতাকারী। মানবাধিকার লঙ্ঘন ও বেলারুশের জনগণের বিরুদ্ধে রাজনৈতিক নিপীড়নের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞায় রয়েছেন তিনি।

গত সপ্তাহে লিথুয়ানিয়া বেলারুশের সঙ্গে ছয়টি সীমান্ত ক্রসিংয়ের মধ্যে দুটি বন্ধ করে দিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের খোলা সীমান্ত ক্রসিং দিয়ে ভ্রমণ করার আহ্বান জানিয়েছিল। পোলিশ, লিথুয়ানিয়ান ও লাটভিয়ান সরকার বলেছে, বেলারুশের সঙ্গে থাকা সীমান্ত ক্রসিং আরও বন্ধ করা হতে পারে।