নর্থ ক্যারোলাইনায় ধেয়ে আসছে গ্রীষ্মমন্ডলীয় ঝড় ‘ওফেলিয়া’

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা উপকূলের দিকে ধেয়ে আসছে গ্রীষ্মমন্ডলীয় ঝড় ওফেলিয়া। এর প্রভাবে স্থানীয় সময় শনিবার রাজ্যটিতে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে বলে আবহাওয়া পূর্বাভাসে রয়েছে।

পূর্ব-উত্তর ক্যারোলাইনার কিছু অংশে হারিকেন সতর্কতা জারি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, স্থানীয় সময় শনিবার সকালে ঝড়টি নর্থ ক্যারোলাইনায় আছড়ে পড়বে। এতে রাজ্যের কিছু অংশের পাশাপাশি দক্ষিণ-পূর্ব ভার্জিনিয়ায় ৭ ইঞ্চি (১৭ দশমিক ৭ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে।

ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া শুক্রবার রাতে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে। তখন দমকা হাওয়াসহ ৭০ মাইল (১১৩ কিমি) বেগে বাতাস বইছিল।

সূত্র: এপি