অটোয়াতে ভারত সরকারের বিরুদ্ধে কানাডিয়ান শিখদের বিক্ষোভ

কানাডার রাজধানীতে ভারতীয় হাইকমিশনের সামনে খালিস্তানপন্থি নেতা হরদ্বীপ সিং নিজ্জার হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন কানাডিয়ান শিখরা। সোমবার (২৫ সেপ্টেম্বর) প্রায় ১০০ বিক্ষোভকারী ভারতের পতাকা পুড়িয়ে প্রতিবাদ করেন। সেখানে কথিত স্বাধীন খালিস্তানের হলুদ পতাকা উড়িয়েছেন তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

কানাডা ও ভারতের কূটনৈতিক উত্তেজনার মধ্যে এই বিক্ষোভ করা হলো। গত সপ্তাহে কানাডায় নিজ্জার হত্যাকাণ্ডে ভারতকে কাঠগড়ায় তোলেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছিলেন, কানাডার নাগরিক নিজ্জার হত্যাকাণ্ডে ভারত সরকারের গুপ্তচরদের হাত থাকতে পারে। ট্রুডোর অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই অভিযোগ অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত। এর জের ধরে অটোয়া ও নয়াদিল্লিতে কূটনীতিক বহিষ্কার, বাণিজ্য আলোচনা স্থগিত, ভারতের কানাডায় ভ্রমণ সতর্কতা জারি এবং কানাডার নাগরিকদের ভারতীয় ভিসা দেওয়া সাময়িক স্থগিত করা হয়েছে।

কানাডায় প্রায় ৭ লাখ ৭০ হাজার শিখের বসবাস। পাঞ্জাবের বাইরে শিখদের সবচেয়ে বেশি বসবাস কানাডায়। সাম্প্রতিক বছরগুলোতে খালিস্তানপন্থি শিখদের কর্মকাণ্ড অনেক বেড়েছে। এতে কানাডার প্রতি অসন্তুষ্ট ভারত।

টরেন্টোর শিখ সম্প্রদায়ের জো হোথা বলেন, আমরা ভারতে ফিরে গেলেও নিরাপদ না। আবার কানাডাতেও নিরাপদ না।

টরেন্টোতে ভারতের দূতাবাসের সামনে থেকে শিখ সম্প্রদায়ের সদস্য হারপার গোসাল বলেন, ভারতীয়রা সন্ত্রাসী। তারা ভ্যানকুভারে আমার ভাইকে হত্যা করেছে। তাই আমরা এখানে প্রতিবাদ করছি।

রেশমা সিং বোলিনাস বলেন, আমরা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে নিরাপরাধ মানুষদের হত্যা বন্ধ করতে ভারতের ওপর চাপ অব্যাহত রাখা উচিত।

টরন্টোর একজন প্রতিবাদকারী ও শিখস ফর জাস্টিস গ্রুপের সদস্য কুলজিত সিং বলেন, ভারত সরকার নোংরা কৌশল অবলম্বন করেছে।

টরন্টো ও অটোয়ায় বিক্ষোভকারীরা কানাডায় ভারতীয় হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মাকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন।

কানাডায় ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘খালিস্তান টাইগার ফোর্সের’ (কেটিএফ) প্রধান নিজ্জারকে গত (১৮ জুন) গুলি করে হত্যা করা হয়। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের পাঞ্জাবি অধ্যুষিত শিখদের ধর্মীয় উপাসনালয়ের পার্কিংয়ে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। দীর্ঘদিন হারদীপ সিংকে খুঁজছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা। তার মাথার দাম ১০ লাখ রুপি ঘোষণা করেছিল ভারত সরকার।