মেক্সিকো উপকূলে ঘূর্ণিঝড় লিডিয়ার আঘাত

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অত্যন্ত বিপজ্জনক ঘূর্ণিঝড় লিডিয়া আঘাত হেনেছে। চার মাত্রার (ক্যাটাগরি ফোর) ঘূর্ণিঝড়টির আঘাতে একজন নিহত হয়েছেন। সমুদ্রের ঢেউ, বন্যা ও ভূমিধসের আশঙ্কায় নিম্নাঞ্চল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, পুয়ের্তো ভাল্লার্তার সমুদ্র সৈকতে আঘাত হেনেছে লিডিয়া। আঘাতের সময় বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় প্রায় ২২০ কিলোমিটার। পরে এটি দুর্বল হয়ে পড়ে।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস মেনুয়েল লোপেজ ওব্রাডোর বলেন, ঘূর্ণিঝড় কবলিত মানুষদের সাহায্য করার জন্য ছয় হাজার সেনা মোতায়েন করা হয়েছে। তাছাড়া নিম্নাঞ্চল, নদী এবং পাহাড়ি এলাকা থেকে দূরে থাকতে আহ্বান জানিয়েছেন তিনি।

নায়ারিত রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, পুয়ের্তো ভাল্লার্তার উত্তরে ভ্যানের ওপর গাছ পড়ে চালক নিহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘূর্ণিঝড়ের কারণে স্কুলের পাঠদান স্থগিত করা হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়েছে।

প্রতি বছর মে থেকে নভেম্বরের মধ্যে মেক্সিরকো প্রশান্ত মহাসাগরীয় ও আটলান্টিক উপকূলে ঘূর্ণিঝড় আঘাত হানে।