পেরুর পোদেরোসা খনিতে সশস্ত্র ব্যক্তিদের হামলা, হতাহত ২৪

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর পোদেরোসা খনিতে শনিবার (২ ডিসেম্বর) সশস্ত্র ব্যক্তিদের হামলায় নয় জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ১৫ জন। শনিবার সশস্ত্র ব্যক্তিরা বিস্ফোরক জ্বালিয়ে খনিতে ঢুকে  আক্রমণ করে। এরপর নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে কয়েকজনকে জিম্মি করে নিয়ে যায়। তখন এসব হতাহতের ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে।

শনিবার গভীর রাতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই খবরটি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে’ পুলিশ। এ ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতার করে তাদের অস্ত্র জব্দ করা হয়েছে। স্থানীয় পুলিশকে সহযোগিতা করার জন্য এলাকাটিতে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়।

মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, হামলাকারীরা বিস্ফোরক চার্জ ব্যবহার করে মাইন শ্যাফটে প্রবেশ করে ‘কোম্পানির অভ্যন্তরীণ নিরাপত্তা কর্মীদের সঙ্গে সহিংসতায় জড়িয়ে পড়ে এবং তাদের চারজনকে জিম্মি করে নিয়ে যায়।’

দেশটির বামপন্থী সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোকে অভিশংসন এবং গ্রেফতারে এক বছর পরে এই হামলার ঘটনা ঘটলো। তাকে গ্রেফতারের ফলে আন্দিয়ান দেশের খনিগুলোতে টানা কয়েক মাস ধরে ব্যাপক বিক্ষোভ হয়।

পেরু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী এবং গুরুত্বপূর্ণ রূপা ও স্বর্ণ উৎপাদনকারী দেশ।