গুয়াতেমালায় ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে এল সালভাদরও

গুয়াতেমালার দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূলে শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে ৬ দশমিক এক মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শক্তিশালী এই কম্পন প্রতিবেশী এল সালভাদরেও অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।  

ভূমিকম্পটি এমন সময় অনুভূত হয়েছে যখন মধ্যরাতে গভীর ঘুমে মগ্ন ছিলেন স্থানীয় বাসিন্দারা।

রাজধানী গুয়াতেমালা সিটি থেকে প্রায় ৬০ মাইল (১০০কিলোমিটার) দক্ষিণে ট্যাক্সিস্কো শহরের কাছে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল। এসময় শহরটিতে অ্যালার্ম বেজে উঠলে সঙ্গে সঙ্গে বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসেন আতঙ্কিত বাসিন্দারা।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি ভূগর্ভের ১০৮ কিলোমিটার (৬৭ মাইল) গভীরতায় আঘাত হানে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

এল সালভাদরের কর্মকর্তারা ভূমিকম্পটিকে ‘শক্তিশালী’ বলে বর্ণনা করেছেন। ভূমিকম্পটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তারা।

গুয়াতেমালার জরুরি পরিষেবা সংস্থা কনরেড জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে সান পাবলো জোকোপিলাস শহরের একটি গির্জার সম্মুখভাগের কিছু অংশ ধসে পড়েছে। এটি ভূমিকম্পের কেন্দ্রস্থলের উত্তর-পশ্চিমে অবস্থিত।