মার্কিন ব্যক্তির গ্যারেজ থেকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র উদ্ধার

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যে স্থানীয় এক ব্যক্তির গ্যারেজ থেকে পুরোনো জং ধরা একটি রকেট পাওয়া গেছে। এটি নিষ্ক্রিয় পারমাণবিক ক্ষেপণাস্ত্র বলে জানিয়েছে পুলিশ। শনিবার (৩ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, বুধবার ক্ষেপণাস্ত্রটি উদ্ধার করার জন্য বেলভিউ শহরে পুলিশকে ডেকেছিলেন ওহিও সামরিক জাদুঘর কর্তৃপক্ষ। সেটি উদ্ধারের জন্য পুরস্কারের ঘোষণাও দিয়েছিলেন তারা। তারপর ক্ষেপণাস্ত্রটি উদ্ধারের জন্য সেই বাড়িতে একটি দল পাঠায় পুলিশ।

ক্ষেপণাস্ত্রটির পরিচিতি উল্লেখ করে এক সংবাদ সম্মেলনে বেলভিউ পুলিশ বিভাগের মুখপাত্র সেথ টাইলার শুক্রবার বিবিসিকে বলেন, উদ্ধার করা ক্ষেপণাস্ত্রটি ডগলাস এআইআর-২ জিনি। আগে এমবি-১ নামেও পরিচিত। একটি আনগাইডেড এয়ার-টু-এয়ার রকেট। যা ১.৫ কেটি ডব্লিউ২৫ পারমাণবিক ওয়ারহেড বহন করার জন্য ডিজাইন করা হয়েছিল।

পরিত্যক্ত ক্ষেপণাস্ত্রটি উদ্ধার করার পর সেথ টাইলার জানিয়েছেন, এটিতে কোনও ধরনের ওয়ারহেড সংযুক্ত ছিল না। তাই জনসাধারণের জন্য বিপদ হয়নি। যন্ত্রটি মূলত রকেট জ্বালানির জন্য একটি গ্যাস ট্যাংক। এটি সবার জন্য গুরুতর নয়।

সিয়াটল টাইমসের খবরে বলা হয়েছে, স্নায়ুযুদ্ধের সময় রকেটটি ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র ও কানাডা। এটির প্রথম ও একমাত্র লাইভ ফায়ারিং হয়েছিল ১৯৫৭ সালে। ১৯৬২ সালে এটি তৈরি করা হয়েছিল।