ভেনেজুয়েলার কাছে ইরানের বিক্রি করা উড়োজাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার রাষ্ট্রীয় এয়ারলাইনের একটি বোয়িং ৭৪৭ কার্গো উড়োজাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এই উড়োজাহাজ ভেনেজুয়েলার কাছে বিক্রি করেছিল ইরান। এই ঘটনার নিন্দা জানিয়েছে তেহরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিট সোমবার রাতে ঘোষণা দিয়েছে, ১৮ মাস আগে আর্জেন্টিনায় গ্রাউন্ডেড উড়োজাহাজটিকে তাদের জিম্মায় নেওয়া হয়েছে।

ওয়াশিংটন বলছে, ২০২২ সালে তেহরানের ওপর জারি করা মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরানের মাহান এয়ার ভেনেজুয়েলার কাছে বিক্রি করেছিল।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে যুক্তরাষ্ট্র মাহান এয়ারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। বিক্রির চুক্তির পর ২০২২ সালের জুলাই মাসে আর্জেন্টিনা কার্গো উড়োজাহাজটিকে গ্রাউন্ডেড করে রাখে।

মার্কিন এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক সংক্ষিপ্ত বিবৃতিতে জব্দ করাকে ‘বেআইনি’বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, মার্কিন পদক্ষেপ জাতিসংঘের চার্টারে লঙ্ঘন।