হন্ডুরাসে পরিবেশকর্মী খুন: বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড়

হন্ডুরাসের আদিবাসী পরিবেশকর্মী বের্টা ক্যাসারিস-এর খুনের ঘটনায় দুনিয়াজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। একটি হাইড্রোলিক প্রজেক্টের বিরোধিতা করায় এক সপ্তাহ আগে তাকে হুমকি দেওয়া হয়েছিল। ৩ মার্চ বৃহস্পতিবার রাত ১টার দিকে নিজ বাসায় বন্দুকধারীদের গুলিতে নিহত হন এ তারকা পরিবেশ অধিকারকর্মী। এ সময় বাসায় থাকা তার ভাইও আহত হন।

বের্টা ক্যাসারিস
খুনের পর হত্যাকারীরা পালিয়ে যায়। তবে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। খুনিদের খুঁজে বের করতে সরকারি সব নিরাপত্তা বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন হন্ডুরাসের প্রেসিডেন্ট অরলান্ডো হার্নান্দেজ।

হন্ডুরাসের প্রেসিডেন্ট ছাড়াও এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন বিশ্বের খ্যাতনামা পরিবেশ অধিকারকর্মীরা।

এক টুইট বার্তায় হন্ডুরাসের প্রেসিডেন্ট বলেছেন, এ হত্যাকাণ্ডের ফলে পুরো হন্ডুরাসের নাগরিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত বের্টা ক্যাসারিস কাউন্সিল অব ইন্ডেজিনাস পিপলস অব হন্ডুরাস (কৈপিন)- এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এমপি/