বাইডেন আবার জিতবেন, আশাবাদী লুলা

আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির নেতা জো বাইডেন আবার জিতবেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে এমন প্রত্যাশা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্থানীয় টিভি চ্যানেল রেডটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে লুলা বলেন, আমি যুক্তরাষ্ট্রের ভোটার না। তবুও আমার মনে  হচ্ছে, বাইডেন আবার জিতবেন। যুক্তরাষ্ট্র ও বিশ্বের গণতন্ত্রের বেঁচে থাকার জন্য তার আবার জেতা প্রয়োজন।

শ্রমজীবী মানুষের অধিকার এগিয়ে নেওয়ার জন্য একটি উদ্যোগ শুরু করেছিলেন দুই নেতা। এছাড়াও বিশ্ব জৈব জ্বালানি জোটের প্রতিষ্ঠাতা সদস্য হয়ে সবুজ শক্তি রূপান্তরের বিষয়ে একমত হয়েছেন তারা।

কিন্তু গাজা যুদ্ধ ইস্যুতে তাদের মতবিরোধ রয়েছে। গাজা যুদ্ধ বিষয়ে লুলা বলেন,  ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার জন্য ইসরায়েল দায়ী। এর পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গত সপ্তাহে বলেন, ওয়াশিংটন লুলার মন্তব্যের সঙ্গে একমত নয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভবত নভেম্বরে রিপাবলিকান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হবেন বাইডেন।