শি ও বাইডেনের ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফোনালাপ করেছেন। গত বছর নভেম্বরে বৈঠকের পর মঙ্গলবার (২ এপ্রিল) তাদের মধ্যে সরাসরি ফোনালাপ অনুষ্ঠিত হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে বাইডেন তাইওয়ান প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতা এবং দক্ষিণ চীন সাগরে আইনের শাসন ও অবাধ যাতায়াত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

নভেম্বরে বাইডেন ও শি সামরিক যোগাযোগ পুনরায় চালু ও ফেন্টানিল উৎপাদন কমাতে সহেযাগিতায় একমত হয়েছিলেন। ২০২২ সালের জুলাই মাসের পর দুই নেতা ফোনালাপ করেননি। নভেম্বরের বৈঠকের পর বাইডেন সাংবাদিকদের বলেছিলেন, শি যে একজন স্বৈরশাসক, এই বিষয়ে নিজের অবস্থান পাল্টায়নি তার। এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়েছিল চীন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দুই নেতা ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়াকে চীনের সমর্থনের বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয় নিয়ে আলোচনা করেছেন। এছাড়া বাণিজ্যিক চর্চা, জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘন এবং কোরীয় উপদ্বীপকে পারমাণবিক মুক্ত করা নিয়ে কথা হয় তাদের।