শিকাগোর নাইটক্লাবের বাইরে গুলিতে নিহত ৪, আহত ১৪

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি নাইটক্লাবের বাইরে গুলিবর্ষণের ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন।  এই ঘটনায় ১৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার গভীর রাতে শহরের রিভার নর্থ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্যমতে, একটি গাড়ি থেকে চলন্ত অবস্থায় জনাসমাবেশ লক্ষ্য করে গুলি চালানো হয় এবং হামলাকারীরা তাৎক্ষণিকভাবে পালিয়ে যায়। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনাস্থল ছিল একটি রেস্তোরাঁ ও লাউঞ্জের সামনের রাস্তা। সেখানে এক র‍্যাপ শিল্পীর অ্যালবাম প্রকাশনা উপলক্ষে একটি অনুষ্ঠান চলছিল।

নর্থওয়েস্টার্ন মেডিসিনের মুখপাত্র ক্রিস কিং বলেন, তাদের জরুরি বিভাগে গুলিবিদ্ধ বেশ কয়েকজনকে আনা হয়েছে। তবে তিনি কতজনকে ভর্তি করা হয়েছে বা তাদের অবস্থা কী—সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি।

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

সূত্র: এপি