‘জিম্মি থাকলেও দস্যুদের ওপর বোমা নিক্ষেপ করা হবে’

নৌবাহিনী দস্যুদের ওপর বোমা নিক্ষেপ করবে, যদি তাদের হাতে কোনও জিম্মি থাকে তবুও তা বন্ধ হবে না, বলে মন্তব্য করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। প্রেসিডেন্ট বলেন, ‘তাই কোনভাবেই নিজেকে অপহরণ হওয়ার সুযোগ দেবেন না।’

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তেরদ্রিগো দুয়ার্তে বলেন, ‘নৌবাহিনীর সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে সাগরে অপহরণ ঠেকাতে দস্যুদের ওপর বোমা নিক্ষেপ করার। এমনকি দস্যুদের সঙ্গে যদি কোনও জিম্মি থাকে তবুও তারা পিছপা হবে না।’ এসব ঘটনায় সাধারণ জিম্মিদের মৃত্যুকে ‘সমান্তরাল ক্ষতি’ হিসাবে বিবেচনা করা হবে।

তিনি নৌবাহিনীর প্রতি আরও বলেন, ‘যদি সাগরে কোনও দস্যুদের দেখা যায় এবং তারা পালানোর চেষ্টা করে, তবে বোমা মেরে তাদের সব উড়িয়ে দাও।’ দাভায়োতে ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন। এর আগে ফিলিপাইনের সেনাবাহিনীর এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ও তিনি এসব কথা বলেছিলেন।

দস্যুদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘খারাপ কাজ করে সীমা অতিক্রম করার কোনও সুযোগ দেওয়া হবে, আমি তোমাদের সবাইকে উড়িয়ে দেবো।’ এসময় সবাই যাতে অপহরণের বিষয়ে সাবধান থাকেন সে কথা উল্লেখ করে সাধারণ লোকজনের উদ্দেশে প্রেসিডেন্ট বলেন, ‘সুতরাং কোনভাবেই নিজেকে অপহরণ করার সুযোগ দেবেন না।’

/এমও/