পাকিস্তানের মোহমান্দে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫

2a3d0fc3cf9b4d51a94b765ac9130b56_18পাকিস্তানের উত্তরপশ্চিমে উপজাতি অধ্যুষিত এলাকায় প্রশাসনিক সদর দফতরের বাইরে আত্মঘাতী বোমা হামলায় তিন পুলিশ ও দুইজন পথচারী নিহত হয়েছেন। পাকিস্তানি তালিবান গোষ্ঠীর একটি উপদল এ হামলার দায় স্বীকার করেছে।

মোহমান্দ এজেন্সির উপজাতীয় অঞ্চলের ঘালানাইয়ে অবস্থিত ওই সদর দফতরের মূল ফটকের কিছুটা সামনে এ বিস্ফোরণ হয়। বুধবার থেকে শুরু হওয়া কার্যদিবসে এমন ঘটনা ঘটল জানান স্থানীয় সরকারি কর্মকর্তা হামিদুল্লাহ খান।

পাকিস্তানি তালিবানের ভেঙে যাওয়া একটি উপদল, জামায়াত-উল-আহরার এ হামলার দায় স্বীকার করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে।

হামিদুল্লাহ জানান, ওই সদর দফতরের মধ্যে স্থানীয় প্রশাসন ও পুলিশদের জন্য বসতবাড়ি, কার্যালয় ও ট্রেনিংয়ের সুযোগ সুবিধা ছিল।

পাকিস্তানি সেনাবাহিনী বলেছে, বোমা হামলাকারীর সঙ্গে আরেকজন সশস্ত্র সঙ্গী ছিল। বোমা বিধ্বস্ত হওয়ার পর সে চত্বরে ঢোকার চেষ্টা করছিল। কিন্তু নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হয় ওই হামলাকারী।

বুধবারের হামলার আগে সোমবার লাহোরের পূর্বাঞ্চলে এক আত্মঘাতী হামলায় ১৩ জন নিহত হন। প্রায় তিন মাস পর সশস্ত্র জঙ্গীগোষ্ঠীর সক্রিয়তা বেড়ে যাওয়ার প্রতিফলন এ দুটি হামলা।

হামলাকারী গোষ্ঠী জামায়াত-উল-আহরার লাহোরে বিস্ফোরণের দায় স্বীকার করেছিল। ওই হামলায় ৭ পুলিশ কর্মকর্তা নিহত হন। গোষ্ঠীটির মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে, এসব হামলা ছিল ‘কেবলই শুরু’।

/এফএইচএম/