লাহোরে শক্তিশালী বিস্ফোরণে নিহত অন্তত ৯

লাহোরে ভয়াবহ বিস্ফোরণপাকিস্তানের লাহোরে ব্যস্ততম প্রতিরক্ষা ওয়াই ব্লক এলাকায় শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ৯জন নিহত হয়েছেন। এ বিস্ফোরণে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বৃহস্পতিবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

পাঞ্জাব সরকার জানিয়েছে, হতাহতের ঘটনাটি জেনারেটর বিস্ফোরণের ফলে হয়েছে। তবে পাঞ্জাব পুলিশের মুখপাত্রসহ বেশ কয়েকটি সূত্র ডন-কে জানিয়েছে, বোমা বিস্ফোরণের ফলেই হতাহতের ঘটনা ঘটেছে।

বিস্ফোরণটি ঘটেছে ব্যস্তততম এলাকায়। ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণস্থলের পাশেই হাবিব ব্যাংক লিমিটেড, টনি অ্যান্ড গাই, গ্লোরিয়া জিনস, বোম্বে চৌপাট্টি ও জালাসনের কার্যালয় অবস্থিত। বিস্ফোরণে বেশ কয়েকটি কার্যালয়ের কাঁচের গ্লাস ভেঙে যেতে দেখা গেছে।

এক উদ্ধারকর্মী জানিয়েছেন, বিস্ফোরণে ৩৫ জন মানুষ আহত হয়েছেন এবং হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। বিস্ফোরণটি ছিল শক্তিশালী। ভবনটির একটি তলা পুরো ধসে গেছে।

পাঞ্জাবের আইনমন্ত্রী রানা সানাউল্লাহ জানান, ভবনটি হামলার লক্ষ্যবস্তু হওয়ার কোনও কারণ নেই। তাকে জানানো হয়েছে, ভবনটি এখনও আনুষ্ঠানিকভাবে চালুই করা হয়নি।

পাকিস্তানে একটি মাজারে বোমা বিস্ফোরণের পর জঙ্গিবিরোধী অভিযানের মধ্যেই এ বোমা হামলার ঘটনা ঘটলো। মাজারের ওই বিস্ফোরণে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। সূত্র: ডন।

/এএ/