‘কয়েক হাজার আফগান তালেবান বালুচিস্তানে অধ্যয়ন করছে’

9EE7919F-8ED4-478A-9522-CD48F3C90E7F_w650_r0_sপাকিস্তানের বালুচিস্তানের স্বরাষ্ট্র ও উপজাতিবিষয়ক মন্ত্রী সারফরাজ বুগতি জানিয়েছেন, প্রদেশটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখনও কয়েক হাজার তালেবান অধ্যয়ন করছেন। মার্কিন রেডিও ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন।

ভয়েস অব আমেরিকার আফগান শাখাকে বুগতি বলেন, বালুচিস্তানে অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে আফগান তালেবানরা অধ্যয়ন করছে। এসব প্রতিষ্ঠানের অনেকগুলোরই মালিকানা রয়েছে আফগান তালেবান গোষ্ঠীর।

ভয়েস অব আমেরিকার ওই প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে প্রায় ৩০ হাজার মাদ্রাসা রয়েছে, যেগুলো বৈধ ও মূলত ধর্মীয় শিক্ষা দিচ্ছে। কিন্তু এসব মাদ্রাসার মধ্যে কয়েক হাজার সরকারি নিবন্ধনভুক্ত নয়। এসব অনিবন্ধিত মাদ্রাসাগুলো জঙ্গি ও তালেবানদের কর্মী সংগ্রহের উর্বর ক্ষেত্রে পরিণত হচ্ছে।

প্রদেশের ধর্ম বিষয়ক মন্ত্রী আমিন-উল-হাসনাত শাহ জানিয়েছেন, এসব মাদ্রাসার বেশিরভাগই বিদেশি অর্থায়নে, বিশেষ করে আরব দেশগুলোর অর্থায়নে পরিচালিত হচ্ছে।

পাকিস্তানের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম অথরিটির প্রধান ইহসান ঘানি জানিয়েছেন, সরকার জঙ্গিবাদবিরোধী নতুন নীতি গ্রহণ করতে যাচ্ছে। এর মধ্যে মাদ্রাসা ব্যবস্থা সংস্কারের বিষয়ও রয়েছে। সরকার সবগুলো অনিবন্ধিত মাদ্রাসাকে নিবন্ধিত করতে পদক্ষেপ নিতে যাচ্ছে।  সূত্র: ডন।

/এএ/