চুরির দায়ে প্যারিসে গ্রেফতার পিআইএ’র বিমানবালা

 

imagesপাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)-এর এক বিমানবালাকে প্যারিসের একটি দোকানে চুরির অপরাধে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে আফশান খালিদ নামের বিমানবালাকে সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার করা হয়। পিআইএ সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পিআইএ-র সূত্র জানায়, প্যারিসের একটি দোকানের সিসিটিভি ক্যামেরা আফশানকে চুরি করতে দেখা যায়। তখন দোকানের নিরাপত্তাকর্মীরা তার তল্লাশি নেন। চুরি হওয়া সামগ্রী উদ্ধার হলে বিমানবালাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ওই সূত্র জানায়,আফশান খালিদকে ফ্রান্সের পুলিশ পাঁচ ঘণ্টা আটকে রেখেছিল। পরে পিআইএ স্টেশন ব্যবস্থাপক তাকে জামিনে মুক্ত করেন।

পিআইএ’র ফ্লাইট সেবার সাধারণ ব্যবস্থাপক ইয়াকুব জানান, পিআইএ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়েছে এবং এর পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে।

পিআইএ কর্মকর্তা বলেন, ‘অভিযুক্ত বিমানবালাকে আগামী ছয় মাসের জন্য সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইটে অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। তদন্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বিমানবালার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে’। সূত্র: ডন

/এএ/