অঘোষিত সফরে পাকিস্তানে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা ম্যাকমাস্টার

nonameঅঘোষিত সফরে পাকিস্তান পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল এইচআর ম্যাকমাস্টার। সোমবার তিনি ইসলামাবাদ পৌঁছান। ট্রাম্প প্রশাসনের প্রথম সিনিয়র কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সফর করছেন ম্যাকমাস্টার। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

ডন জানিয়েছে,  সফরকালে ম্যাকমাস্টার ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মধ্যে বৈঠক হয়েছে।  বৈঠকে দুনেতা দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

আফগানিস্তানে থাকতেই পাকিস্তান বিষয়ে যুক্তরাষ্ট্রের কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ম্যাকমাস্টার। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, অনেক বছর ধরে আমরা সবাই আশা করছিলাম যে, পাকিস্তানের নেতারা জঙ্গিদের বাছবিচার না করে লড়াইয়ের গুরুত্ব বুঝতে পারবেন। আফগানিস্তানে পাকিস্তানের স্বার্থ রক্ষায় কূটনীতিক উপায়ে যাওয়া উচিত, সহিংসতার বিকল্প নেওয়া উচিত নয়।

বৈঠকে নওয়াজ শরিফ ম্যাকমাস্টারকে পাকিস্তানের উদ্যোগ ও পদক্ষেপ বিষয়ে অবহিত করেছেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের উদ্যোগের সফলতার কথা বলেছেন।

এর আগে রবিবার কাবুলে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও দেশটির প্রধান নির্বাহী আব্দুল্লাহ’র সঙ্গে আলোচনা করেন।

মস্কোতে শান্তিপূর্ণভাবে আফগান সংকট সমাধান বিষয়ে আঞ্চলিক ১১ জাতির সম্মেলনের পর আফগানিস্তান ও পাকিস্তান সফরে এলেন ম্যাকমাস্টার। সূত্র: ডন।

/এএ/