প্রতি সপ্তাহে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর হুমকি উত্তর কোরিয়ার

170416184021-north-korea-military-parade-op-ed-07-super-169জাতীয় দিবস ও প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীতে ব্যর্থ হওয়ার পর এবার প্রতি সপ্তাহে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।  যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা ও আন্তর্জাতিক নিন্দা উপেক্ষা করে এ হুমকি দিলো পিয়ংইয়ং। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ হুমকির কথা জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী হ্যান সং-রিওল।

পিয়ংইয়ং-এ বিবিসির প্রতিনিধি জন সুডওর্থকে হ্যান সং-রিওল বলেন, আমরা সাপ্তাহিক, মাসিক ও বার্ষিকভিত্তিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাব।

উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র যদি সামরিক শক্তি ব্যবহার করে তাহলে উত্তর কোরিয়া সর্বাত্মক যুদ্ধ করবে।

এর আগে সোমবার দক্ষিণ কোরিয়া সফরে থাকা মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছিলেন, কৌশলগত ধৈর্য্য ধরে রাখার সময় পার হয়ে গেছে। এখন আর উত্তর কোরিয়াকে সহ্য করা হবে।

এছাড়া দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে উভয় দেশ অত্যাধুনিক থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনে সম্মত হয়েছে।

রবিবার উত্তর কোরিয়ার ৬ষ্ঠ ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সিউল পৌঁছান মাইক পেন্স।

উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তপ্ত বাকযুদ্ধের পর কোরীয় উপদ্বীপ অঞ্চলে উত্তেজনা বাড়ছে। চীন উভয় দেশকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে। সূত্র: বিবিসি।

/এএ/