উপযুক্ত শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি উত্তর কোরিয়া

s2.reutersmedia.netউপযুক্ত শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে উত্তর কোরিয়া। শনিবার উত্তর কোরিয়ার এক জ্যেষ্ঠ কূটনীতিক এই মন্তব্য করেছেন। দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়ুনহাপ এই তথ্য জানিয়েছে।

উত্তর কোরীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তরাষ্ট্র-বিষয়ক মহাপরিচালক চয় সোন হুই বেইজিংয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেছেন। তিনি বলেন, যদি শর্ত সাপেক্ষ হয় তাহলে আমরা আলোচনায় বসব।

দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট মুন-এর সঙ্গে আলোচনায় উত্তর কোরিয়া প্রস্তুত কি-না জানতে চাইলে তিনি বলেন, আমরা বিষয়টি ভেবে দেখব।

পারমাণবিক পরীক্ষা চালানোর জন্য উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাতিক চাপ আরও বৃদ্ধি করার আহ্বানের মধ্যে উত্তর কোরীয় কূটনীতিক এই মন্তব্য করেছেন। কিছুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে সতর্ক করে বলেছিলেন, বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা রয়েছে। তবে তিনি উত্তর কোরিয়া সংকট মোকাবেলায় কূটনৈতিক পথকে বেছে নেবেন।

এরপর ট্রাম্প জানিয়েছিলেন, উত্তর কোরীয় নেতা কিম জং উন-এর সঙ্গে সাক্ষাৎ হলে তিনি সম্মানীত বোধ করবেন। সূত্র: রয়টার্স।

/এএ/