দুয়ার্তেকে যুদ্ধের হুমকি দিলেন চীনা প্রেসিডেন্ট

রদ্রিগো দুয়ার্তেদক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চল থেকে ফিলিপাইন যদি তেল উত্তোলনের চেষ্টা করে তাহলে যুদ্ধের হুমকি দিয়েছে চীন। শুক্রবার ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এই হুমকি দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বিষয়টি জানা গেছে।

দুয়ার্তে জানান, চীনা প্রেসিডেন্টের সঙ্গে সোমবার বেইজিংয়ের তার বৈঠক হয়। বৈঠকে চীনা প্রেসিডেন্ট স্পষ্ট কিন্তু ‘বন্ধুসুলভ’ এই হুঁশিয়ারির কথা জানিয়েছেন।

চীনা প্রেসিডেন্টকে দুয়ার্তে বলেছেন, ‌‘আমরা ওই অঞ্চল থেকে তেল উত্তোলন করতে চাই। যদি এলাকাটি আপনাদের মনে করে থাকেন তাহলে আমি বলব এটা আপনাদের ভাবনা। আমার মত হচ্ছে, আমি সেখান থেকে তেল উত্তোলন করতে চাই। কারণ অঞ্চলটি আমাদের।’

দুয়ার্তে আরও বলেন, ‘তখন তিনি (শি) আমাকে বলেন, আমরা বন্ধু। আমরা এটা নিয়ে বিরোধে জড়াতে চাই না। আমরা উষ্ণ সম্পর্ক ধরে রাখতে চাই। কিন্তু আপনি যদি এই বিষয়ে আমাদের বাধ্য করেন তাহলে আমরা যুদ্ধে যাব। অঞ্চলটিতে হাত দেবেন না।’

ক্ষমতা গ্রহণের পর থেকে দুয়ার্তে বেশ কয়েকবার চীনা প্রেসিডেন্টের প্রশংসা করেছেন। দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে আসছেন। চীনের কাছ থেকে অবকাঠামোগত খাতে বড় ধরনের ঋণ পাওয়ার আশা করছে ফিলিপাইন।

বিতর্কিত দক্ষিণ চীন সাগরের রিড ব্যাংকসহ ৮৫ নটিক্যাল মাইলের মালিকানা ফিলিপাইনের বলে রায় দিয়েছে আন্তর্জাতিক আদালত। সূত্র: রয়টার্স।

/এএ/