কাবুলে দাফনের সময় বিস্ফোরণ, ব্যাপক হতাহতের আশঙ্কা

nonameআফগানিস্তানের কাবুলে শুক্রবার প্রতিবাদে পুলিশের গুলিতে নিহতের দাফনে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শনিবার এ বিস্ফোরণ ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনটি বিস্ফোরণে অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে ১২জন নিহত হওয়ার কথা বলা হয়েছে। তবে নিহতের বিষয়ে সরকারিভাবে এখনও কিছু নিশ্চিত করা হয়নি।

তবে কাতারভিত্তিক আল-জাজিরা নিহতের সংখ্যা ২০জন বলে উল্লেখ করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে,  বোমা হামলায় নিহত এক আফগান সিনেটরের ছেলের দাফনে এ বিস্ফোরণ ঘটে। শুক্রবার এক প্রতিবাদ সমাবেশে নিহত ৫জনের একজন ছিলেন এই সিনেটরের ছেলে।

বুধবার বোমা বিস্ফোরণে ৯০ জন নিহত হওয়ার ঘটনায় এ প্রতিবাদ আয়োজন করা হয়েছিল। সূত্র: বিবিসি।

/এএ/