সামরিক শাসনের মেয়াদ বাড়লো ফিলিপাইনের মিন্দানাউ দ্বীপে

মিন্দানাউ দ্বীপে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের জারি করা সামরিক শাসনের মেয়াদ বাড়িয়েছেন দেশটির আইনপ্রণেতারা। ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে সমর্থক ইসলামি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানের জন্য এই সামরিক শাসন জারি করেছিলেন দুয়ার্তে। এই দ্বীপের মারাউই শহরটির একাংশ দখল করেছে ইসলামি বিদ্রোহীরা।

_97041415_99490c56-e4a9-45ee-9df9-255cecf733d4

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, চলতি বছরের মে মাসে আইএসের হয়ে মারাউই শহরের একাংশ দখল করে ইসলামি বিদ্রোহীরা। এরপর তাদের উচ্ছেদে অভিযান শুরু করে ফিলিপাইনের সেনাবাহিনী। অভিযান সফল করতে রদ্রিগো দুয়ার্তে সামরিক শাসন জারি করেছিলেন। ৬০ দিনের জন্য জারি করা সামরিক শাসনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২২ জুলাই। এর মধ্যেই দেশটির আইনপ্রণেতারা এই মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছেন।

দুয়ার্তে দাবি করেছেন, সামরিক শাসনের মেয়াদ বাড়ানোটা জরুরি ছিল। কিন্তু তার সমালোচকরা দাবি করেছেন, আরও বেশি ক্ষমতা কুক্ষিগত করতেই মেয়াদ বাড়ানোর উদ্যোগ নিয়েছেন দুয়ার্তে।

মিন্দানাউ দ্বীপে বেশ কয়েকটি ইসলামি বিদ্রোহী গোষ্ঠীর ঘাঁটি রয়েছে বলে দাবি সরকারের।

সেনাবাহিনী প্রধান জেনারেল এডুয়ার্ডো আনো বলেছেন, ইসলামি জঙ্গিদের চলাফেরা সীমিত করতে মেয়াদ বাড়ানোর প্রয়োজন ছিল। তিনি সতর্ক করে বলেছেন, দ্বীপটির অন্যান্য এলাকাতেও বিদ্রোহ ছড়িয়ে পড়তে পারে।

ফিলিপাইনের কংগ্রেসে মেয়াদ বাড়ানোর ভোট শুরুর আগে নিরাপত্তা কর্মকর্তারা জানান, অঞ্চলটিতে স্থিতিশীলতা বজায় রাখতে সামরিক শাসন জরুরি।

কর্মকর্তাদের দাবি, মারাউই শহরের ৪৯ হেক্টর এলাকায় মাত্র ৬০ জন বন্দুকধারী অবস্থান করছে।  এছাড়া আইএস সমর্থক ১ হাজার যোদ্ধা শহরটির দক্ষিণে রয়েছে। তাদের কাছে ২৩জন জিম্মি রয়েছে। সূত্র: বিবিসি।

/এএ/