মাদকপাচারকারীদের গুলি করুন: ইন্দোনেশীয় প্রেসিডেন্ট

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো দেশটির আইনশৃঙ্খলাবাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মাদকপাচারকারীদের প্রয়োজনে গুলি করতে।  ইন্দোনেশিয়ার একটি রাজনৈতিক দলের অনুষ্ঠানে দেওয়া ভাষণে শুক্রবার এ নির্দেশ দেন ইন্দোনেশীয় প্রেসিডেন্ট।

1F774BB7-78C7-4D9B-B087-069C311B8C8B_w1023_r1_s

জোকো উইদোদো বলেন,  ‌ ‘যেসব বিদেশি মাদকপাচারকারী দেশে প্রবেশ করে এবং যারা গ্রেফতার এড়াতে চায় তাদের প্রতি সতর্ক হোন। আমরা মাদকাসক্তির চরম অবস্থায় আছি। ফলে তাদের গুলি করুন।’

রাজধানী জাকার্তায় এক তাইওয়ানিকে গুলি করার এক সপ্তাহের মধ্যে ইন্দোনেশীয় প্রেসিডেন্টের এই ঘোষণা আসল।

ইন্দোনেশীয় প্রেসিডেন্টের এই নির্দেশকে ফিলিপাইনের ‘বন্দুকভক্ত’ প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের নির্দেশের মতোই মনে করা হচ্ছে।  মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এক বছর আগে নৃশংস অভিযান শুরু করেছিলেন দুয়ার্তে। ওই অভিযান শুরুর পর বিশ্বজুড়ে নিন্দার ঝ্ড় ওঠে। এমনকি জাতিসংঘের পক্ষ থেকেও সমালোচনা করা হয়।

ইন্দোনেশিয়াতেও মাদক ব্যবসা ও পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। এর আগেও আদালতের রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত মাদকপাচারকারীদের ফাঁসি দেওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েছিলেন ইন্দোনেশীয় প্রেসিডেন্ট। মানবাধিকারকর্মীরা মৃত্যুদণ্ডের শাস্তি বাতিল করার দাবি জানিয়েছেন। সূত্র: রয়টার্স।

/এএ/