আমাকে অযোগ্য ঘোষণা করা কোটি মানুষকে অপমান: নওয়াজ

598c3772c6e44পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দাবি করেছেন আদালত তাকে অযোগ্য ঘোষণা করায় কোটি মানুষকে অপমান করা হয়েছে। তাকে যারা ভোট দিয়েছিলেন তাদের অপমান করা হয়েছে। কারণ তার বিরুদ্ধে দুর্নীতির কোনও অভিযোগ ছিল না। বৃহস্পতিবার নওয়াজের ‘ঐতিহাসিক’ বাড়ি ফেরার শোভাযাত্রা ঝেলুম পৌঁছার পর সেখানে দেওয়া ভাষণে এ দাবি করেন তিনি।

সমাবেশে দেওয়া ভাষণে নওয়াজ বলেন, পাঁচ সম্মানীত বিচারপতি তাদের কলমের এক খোঁচায় একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করেছেন। পাঁচ বিচারপতি এক মিনিটেই আমাকে বাড়ি ফিরিয়ে দিয়েছেন। যে কোটি মানুষ আমাকে ভোট দিয়েছেন এই ঘটনা কি তাদেরকে অপমান করা নয়?

নওয়াজ উল্লেখ করেন, বিচারপতিরা রায়ে জানিয়েছেন তার বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ ছিল না। জনগণের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের রায়কে অশ্রদ্ধা করার সুযোগ কাউকে দেবেন না।

পদত্যাগকারী এই প্রধানমন্ত্রী বলেন, ছেলের কোম্পানি থেকে বেতন না নেওয়ায় আমাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। ছেলের কোম্পানি থেকে বেতন না নেওয়ার বিষয় নিয়ে আপনাদের কী যায় আসে?

পাকিস্তানের বিরোধী দলগুলোর সমালোচনার করে নওয়াজ বলেন, আন্দোলন কোনওভাবেই দেশকে সেবা করে না।

সমাবেশ শুরুর আগে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে রাওয়ালপিন্ডি থেকে ঝেলুম এসে পৌঁছায় নওয়াজের শোভাযাত্রা। বুধবার দুপুরে ইসলামাবাদ থেকে এই শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা সহকারে নিজের জন্মস্থান লাহোরে পৌঁছাবেন নওয়াজ। এরপর নিজের শূন্য আসনে প্রার্থীর নাম ঘোষণা করবেন। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।

/এএ/