ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানে একদিনে ৩২ জনকে হত্যা

_97400401_cf91ffe6-7a45-46d7-aee6-5fe78b1b744bফিলিপাইনে মাদকবিরোধী অভিযানে এক দিনে ৩২জনকে হত্যা করেছে দেশটির পুলিশ। প্রেসিডেন্ট হিসেবে রদ্রিগো দুয়ার্তে দায়িত্ব নেওয়ার একদিনে সবচেয়ে বেশি হত্যার ঘটনা এটি। রাজধানী ম্যানিলার উত্তরাঞ্চলীয় প্রদেশ বালুকানে মঙ্গলবার এই হত্যার ঘটনা ঘটে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার রাতহ থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযানে প্রায় ১০৯ জন অপরাধীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে  খুচরো মাদক বিক্রেতাও রয়েছে। অভিযানের সময় বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র আটক করা হয়।

সংবাদ সম্মেলনে প্রাদেশিক পুলিশ প্রধান রোমিও কারামাত জানান, এর আগে বড় ধরনের অভিযান চালানো হয়েছে। কিন্তু সর্বশেষ অভিযানে হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি।

রোমিও কারামাত দাবি করেন, পুলিশের পদক্ষেপ সঠিক ছিল। বন্দুকযুদ্ধে হতাহতের ঘটনা ঘটেছে। তিনি বলেন, অনেকেই হয়ত আমাদের কথা বিশ্বাস করবে না। কিন্তু যে কোনও তদন্তের জন্য আমরা প্রস্তুত আছি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে ছিল না। আমরা এমন বন্দুকযুদ্ধ চাই না।

প্রেসিডেন্টে দুয়ার্তের মাদকবিরোধী যুদ্ধ শুরু হয় গত বছর ৩০ জুন। এ পর্যন্ত সহস্রাধিক মানুষ পুলিশের গুলিতে নিহত হয়েছেন। সূত্র: রয়টার্স।

/এএ/