গণতন্ত্রপন্থী ছাত্রনেতাদের কারাদণ্ডের প্রতিবাদে ফের উত্তাল হংকং

s3.reutersmedia.netহংকংয়ে ২০১৪ সালে গণতন্ত্রের পক্ষে আন্দোলনকারী তিন ছাত্রনেতার কারাদণ্ডের প্রতিবাদে রাজপথে নেমে এসেছেন কয়েক হাজার মানুষ। রবিবার বিক্ষোভের সময় চীন শাসিত শহরটির বিচারকদের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

বৃহস্পতিবার জশুয়া উয়ং (২০), নাথান ল (২৪) ও অ্যালেক্স চৌ (২৭)-কে ছয়-আট মাস কারাদণ্ড দেওয়া হয়। তাদের বিরুদ্ধে বেআইনি সমাবেশ আয়োজনের মাধ্যম রাজনৈতিক হস্তক্ষেপ ও প্ররোচনার অভিযোগ আনা হয়।

ছাত্রনেতাদে কারাদণ্ডের প্রতিবাদে ৩০ ডিগ্রি গরম অগ্রাহ্য করে রাস্তায় নামেন কয়েক হাজার মানুষ। বিক্ষোভকারীরা জড়ো হোন আপিল আদালতের সামনে। মিছিলকারীদের হাতে ছিল প্ল্যাকার্ড ও ব্যানার।

বিক্ষোভটি আয়োজনে ভূমিকা রাখা সাবেক ছাত্রনেতা লেস্টার শুম জানান, ২০১৪ সালে গণতন্ত্রের পক্ষে আমব্রেলা মুভমেন্টে’র পর রবিবারই সবচেয়ে বেশি মানুষ রাজপথে নেমেছেন।

হংকং পুলিশের ধারণা, বিক্ষোভে প্রায় ২৩ হাজার মানুষ অংশ নিয়েছেন।

গত বছর জশুয়াকে অপরাধী হিসেবে সাব্যস্ত করে আদালত। তখন তাকে কমিউনিটি সেবার শাস্তি দেওয়া হয়। কিন্তু হংকং সরকার রায়ের বিরুদ্ধে আপিল করে। সরকারের আপিলের পর এই ছয় মাসের শাস্তি ঘোষিত হলো। এর ফলে আগামী পাঁচ বছর হংকংয়ের কোনও স্থানীয় নির্বাচনে জশুয়া অংশগ্রহণ করতে পারবেন না।

মানবাধিকার সংগঠনগুলো হংকং সরকারের আপিলের সিদ্ধান্তের সমালোচনা করেছে। তাদের দাবি, তরুণ নেতাদের নির্বাচনি রাজনীতি থেকে দূরে রাখতেই সরকার এই আপিল করেছে। তবে সরকার এমন অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছে, এই সিদ্ধান্তে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই।

২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর শিক্ষার্থীরা হংকংয়ে আইনি সদর দফতর ও ভবনটি দখল করে গণতন্ত্রের দাবিতে। পুলিশ জোর করে শিক্ষার্থীদের হটিয়ে দেয়। এতে দেশটির জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরবর্তী কয়েক দিন বিক্ষোভে রাজপথে নেমে আসেন কয়েক হাজার মানুষ। সূত্র: রয়টার্স।

/এএ/